দৈনিক বাইবেল পাঠ কিভাবে করব?

যতদূর সম্ভব:

      • প্রতি দিনই পড়ুন।
      • সকালে নাস্তা খাওয়ার আগে পড়ুন।
      • একটি নিরব স্থান খুঁজে বের করুন।
      • কমবেশি ১০ মিনিট বাইবেল পাঠের জন্য বের করুন।
      • আস্তে আস্তে পাঠের সময় বাড়ান।

যখন শুরু করবেন:

      • প্রার্থনা করুন। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পিত করুন।
      • ঈশ্বরকে অনুরোধ করুন যেন তিনি তার আত্মা দ্বারা আপনাকে বাক্য বুঝতে সাহায্য করেন। তিনি (ঈশ্বর) বাইবেলের লেখক, তিনি্ই বাইবেলের সবচেয়ে ভাল শিক্ষক।
      • বাইবেল পড়ুন। আর একটি বার পড়ুন। যা পড়েছেন তা নিয়ে চিন্তা করুন। ঈশ্বরকে আপনার হৃদয়ে, মনে ও চেতনায় কথা বলতে সুযোগ দিন।
      • যদি ঈশ্বর আপনাকে কিছু দেখান, তাহলে প্রার্থনার মধ্যমে তাঁকে সাড়া দিন।
      • যা পড়েছেন তার আলোকে আপনার আজকে কি করা উচিত। একটি নির্দিষ্ট বিষয় ঠিক করুন। তা আজকে পালন করুন।

বাইবেলের কোন পুস্তক বা কোথা থেকে পড়া শুরু করব?

প্রথমবার বাইবেল পাঠ শুরু করলে কোন পুস্তক বা কোথা থেকে পড়া শুরু করবেন তার একটি সাধারণ নির্দেশনা নিচে দেওয়া হল। এই পুস্তকগুলি পড়ার পাশাপাশি দৈনিক একটি গীত (গীতসংহিতা থেকে) ও কয়েকটি প্রবাদ পড়ুন (হিতোপদেশ থেকে)।

1 লূক সুখবর নতুন নিয়ম
2 প্রেরিত ইতিহাস নতুন নিয়ম
3 ইফিষীয় চিঠি নতুন নিয়ম
4 ফিলিপীয় চিঠি নতুন নিয়ম
5 গালাতীয় চিঠি নতুন নিয়ম
6 কলসীয় চিঠি নতুন নিয়ম
7 মার্ক সুখবর নতুন নিয়ম
8 ১ পিতর চিঠি নতুন নিয়ম
9 রোমীয় চিঠি নতুন নিয়ম
10 ১ করিন্থীয় চিঠি নতুন নিয়ম
11 ২ করিন্থীয় চিঠি নতুন নিয়ম
12 আদি ইতিহাস পুরাতন নিয়ম
13 যাত্রা ইতিহাস পুরাতন নিয়ম
14 মথি সুখবর নতুন নিয়ম
15 ইব্রীয় চিঠি নতুন নিয়ম
16 যাকোব চিঠি নতুন নিয়ম
17 যোহন সুখবর নতুন নিয়ম
18 ১ যোহন চিঠি নতুন নিয়ম
19 ১ থিষলনীকীয় চিঠি নতুন নিয়ম
20 তীত চিঠি নতুন নিয়ম

যা দৈনিক পড়ছেন তা আরো ভালভাবে বুঝার জন্য সাহায্যকারী লেখা হিসাবে এই ওয়েবসাইটের “পুস্তক ভিত্তিক” পৃষ্ঠাগুলি দেখুন। যদি আপনি এক বছরে সম্পূর্ণ বাইবেল এক বার পড়ে ফেলতে চান, তবে নিচের পৃষ্ঠাগুলি দেখতে পারেন।

আপনার বাইবেল পড়ার সময়গুলি মার্ক করে রাখার জন্য নিচের বাটনে ক্লিক করুন, তাহলে একটি PDF কপি পাবেন যা প্রিন্ট করে পরবর্তিতে ব্যবহার করতে পারবেন।